মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

SPECIAL POST ওয়াকারের টেবিল

বন্ধুরা,আজকের এই পোষ্টটা কিন্তু একটু অন্যরকমের।অবাক হলেন ? আজ্ঞে হ্যাঁ মশাই,আজকের পোষ্টে কোনও কমিক্স নেই।না না শিরোনামটা একটু মজা করেই রেখেছি।কিছু কমিক্স প্রেমী মানুষ আর আমার নিজের তাগিদ থেকেই একটা কাজ করেছি।সেটা কী ? সেটা জানতে নীচের Link থেকে File টা ডাউনলোড করেই নিন।
(ওপরের ছবিটা প্রতীকি। এটি ফ্যান্টম ডায়মণ্ড কমিক্স ডাইজেষ্ট # ১৬ র প্রচ্ছদের ছবি।এই বইটা আমি খুঁজছি।কেউ যদি আমাকে বইটি বিক্রয় করেন বাধিত থাকব।)

Download Link  http://www.mediafire.com/file/d9691s23jldz6i2/WALKER+ER+TABLE.pdf

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

POST NO. 10 "Vengeance Squad" "লড়াকু দল "

সবাইকে জানাই মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।বন্ধুরা,আমি কথা দিয়েছিলাম পুজোর আগেই নতুন কমিক্স আসবে।কিন্তু সম্প্রতী আমার মোবাইল ফোনটি চুরি যাওয়ায়,মন ভালো ছিল না। তবে সে সব কাটিয়ে উঠেছি।আর কথা দিলে কথা রাখতে হয়।একটু দেরী হয়ে গেল পোষ্টটি দিতে সেই জন্যে আমি দুঃখিত।আজ থাক ছে "Vengeance Squad" বা "লড়াকু দল"(আমার অনূদিত নাম)।Charlton Comics এর এই সিরিজটি আমার খুব পছন্দের।মোট ৬ টা issue আছে।আজ থাকছে issue #1।বিস্তারিত জানতে এই site এ যেতে পারেন -http://www.toonopedia.com/v-squad.htm  অথবা http://www.thrillingdetective.com/vengeance.html 

নীচের Link থেকে Download  করুন

http://www.mediafire.com/file/vc7bm3f6bp0aio5/LORAKU+DOL+VENGEANCE+SQUAD.pdf

মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

POST NO.9 "অরণ্য জিম"-এর অ্যাডভেঞ্চার - আঁধার মাণিক

দিনটা ছিল ১৯৩৪সালের ৭ই জানুয়ারীআমেরিকার মানুষরা খবরের কাগজের ষ্ট্রিপ কমিক্সে  দেখতে পেল,মাথায় শিকারী টুপি আর হাতে বন্দুক নিয়ে থাকা এশিয়ার জঙ্গল চষে বেড়ানো নতুন এক শিকারী চরিত্রকেতার নাম জিম ব্র্যাডলীডাক নামজঙ্গল জিমবন্ধু মহলে সে এই নামেই বেশী পরিচিত
        আচ্ছা,আপনারা নিশ্চই অ্যালেক্স রেমন্ড মহাশয়ের নাম শুনেছেন ? হ্যাঁ!ঠিক ধরেছেন ফ্ল্যাশ গর্ডন খ্যাত সেই নামজাদা ইলাষ্ট্রেটরের কথাই বলছি
তিনি এবং পাল্প ম্যাগাজিন এর সম্পাদক ডন মুর,দুজনে মিলে সৃষ্টি করলেন মানসপুত্র হিসেবে এই শিকারীকেজনপ্রিয়তায় যে,রেমন্ডের ফ্ল্যাশকেও ছাপিয়ে গেলতাই পাঠকদের অনুরোধে ১৯৩৪ সালের ৭ই জানুয়ারী থেকেই খবরের কাগজে ষ্ট্রিপ কমিক্সে এক সাথে ফ্ল্যাশ ও জিমের অ্যাডভেঞ্চার ছাপা হতে লাগল

                                            অ্যালেক্স রেমন্ডের রেখায় 'Jungle Jim' চিত্রকাহিনির দুটি পাতা
                                 !আর একটা কথা তো বলতেই ভুলে গেছি,এই চরিত্রটির নাম রেমণ্ড সাহেব নিজেই বেছে নিয়েছিলেন,নিজের ভাই জিম রেমণ্ডের নাম অনুসারে
                                তবে কমিক্স সমালোচকদের একাংশের ধারণা, জিমের অ্যাডভেঞ্চার,দুনিয়ার আলো দেখতেই পেত না,যদি না বিখ্যাত সংস্থা কিং ফিচার সিন্ডিকেট এগিয়ে আসত
তারা এই সিরিজের যাবতীয় কার্যভার তদারকের কাজ অর্পণ করেছিল,টারজান কমিক চিত্রকার হাল ফস্টারের ওপরে                                 


                                  Pulp যুগে চিত্রিত Jungle Jim চিত্রকাহিনির প্রচ্ছদ
                 জিমের কাহিনি গুলি যে শুধুমাত্র কমিক্সের পাতায় সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়
জিমের অ্যাডভেঞ্চার নিয়ে তৈরী হয়েছিল অনেক রেডিও নাটক, টেলিভিশান সিরিজ এবং সর্বোপোরি হলিঊডের বিখ্যাত কিছু পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রওসেখানে জিমের নাম ভূমিকায় ছিলেন টারজানের চরিত্রে অভিনয় করে বিখ্যাত হওয়া অলিম্পিকে সোনা জয়ী আমেরিকান সাঁতারু জনি ওয়াইজমুলার                           
                              জনি ওয়াইজমুলার অভিনীত একটি চলচ্চিত্রের পোষ্টার                                          
'মার্ক অব দ্য গোরিলা' ছবির একটি দৃশ্যে Jungle Jim রূপী জনি ও গোরিলার পোশাকে সহ অভিনেতা।


এতক্ষণ তো বললাম অরণ্য জিম এর ইতিহাস।এবার পাঠকবৃন্দ আসুন জিমের একটি কমিক্স পড়া যাক।গল্পটি (Jungle Jim #19)আমার ভালো লেগেছে বলেই অনুবাদ করেছি। এবার সেটা  আপনাদের কেমন লাগল তা Commnet না করলে তো বুঝতে পারব না।তাই গল্পটি পড়ুন comment করুন।পারলে Likeও দিন।
                       

                       নীচের Link থেকে Download করুন 


http://www.mediafire.com/file/ljtyo2vfcdn8jip/JUNGLE+JIM+ANDHAR+MANIK.zip

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

POST NO.8 হী-ম্যান ব্রহ্মান্ডের অধিপতি র‍্যাম ম্যান-এর প্রতিঘাত

"বাই দ্য পাওয়ার অব গ্রেস্কাল"......আজ থাকছে হী-ম্যানের এই কমিক্সটি।১৯৮২ সালে Mattel Company যখন তাদের M.O.T.U(Masters Of The Universe) Series এর খেলনা (Action Figures)গুলি বার করত,তখন তার সাথে D.C Comics থেকে প্রকাশিত একটি করে মিনি কমিক্সও থাকত।ডায়মন্ড কমিক্স সেই মিনি কমিক্স গুলির বেশ কয়েকটি (মোট ১২ টা) বাংলা ভাষায় প্রকাশিত করেছিল।আজকের এই গল্পটি কিন্তু বাংলা ভাষায় এর আগে কোথাও প্রকাশিত হয়নি।তাই আপনাদের সকলের জন্যে আমি গল্পটি বাংলায় অনুবাদ করে নিয়ে আসলাম।নীচের Link থেকে ডাউনলোড করে পড়ে ফেলুন এটারনিয়ার মহাশক্তিধর মানুষটির কাহিনি।Comment Box  এ নিজেদের মূল্যবান মতামত জানাবেন।

http://www.mediafire.com/file/n3d5933isc2w815/HE-MAN+MASTERS+OF+THE+UNIVERSE+%7BBENGALI%7D.zip

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

POST NO.7 রহস্যময় কলোসাস দ্বিতীয় পর্ব-" লুপ্ত নগরীর গুপ্তধন"

আজকে নিয়ে এলাম  ফ্যান্টমের "রহস্যময় কলোসাস "গল্পটির দ্বিতীয় তথা শেষ পর্ব। ফ্যান্টম আর মেলিন্ডা কী  সমাধান করতে পারল মাটির মানচিত্রের আসল রহস্য ? নাকি গুস্তাভ মহম্মদ বাজী জিতে গেল ? সত্যিই কী আছে কার্থেজের হারানো নগরী,আর তার মূল্যবান ধনসম্পদ? সব  প্রশ্নের উত্তর আছে এই সংখ্যায়।আর কাহিনির শেষ পাতায় থাকছে আপনাদের জন্যে একটা চমক।সেটা কী?নাহ!আমি বলব না।নীচের Link থেকে চটপট ডাউনলোড করে,পড়ে ফেলুন কাহিনির ক্লাইম্যাক্সটি। আর দেখে নিন কী সেই চমক। কিন্তু আমার একটাই চাওয়া,সেটা হলো লাইক দিতে আর কমেন্ট করতে  দয়া করে কার্পণ্য করবেন না।



http://www.mediafire.com/file/3jc1wgeah9z413o/ROHOSYOMOY+COLLOSUS+2.cbr.zip
আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থকতা লাভ করবে।

বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

POST NO. 6 ফ্যান্টম রহস্যময় কলোসাস প্রথম পর্ব

ইতিহাস বিষয়টা আমার বরাবরের পছন্দের।বাবা/মা-এর মুখে ইতিহাস নির্ভর গল্প শোনাটা ছিল ছোটো বেলায় আমার মনের খোরাক।বাবা আমাকে কমিক্স পড়তে শেখানোর পরে ফ্যান্টম হয়ে ওঠে আমার স্বপ্নপুরুষ।ইদানিং আমি ফ্যান্টমের বেশ কিছু ইতিহাস নির্ভর কমিক্স পড়েছি।তার মধ্যে এবারের গল্পটি আমার বেশ ভালো লেগেছে।সেই ভালো লাগা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আমি পড়েছিলাম ইংরাজীতে।কিন্তু বাংলায় অনুবাদ করার লোভ সামলাতে না পেরে ,বাংলা ভাষায় অনুবাদ করেই আপনাদের সামনে হাজির করলাম আজ থেকে প্রায় ৩৪ বছর আগে প্রকাশিত এই কাহিনিটি।এই পোষ্টে থাকল ফ্যান্টমের সুবিশাল অ্যাডভেঞ্চারের প্রথম পর্বটি।নীচের Link থেকে ডাউনলোড করে উপভোগ করুন।লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না।
                                         ভেতরের একটি নমুনা পৃষ্ঠাও সংযোজিত করলাম
              http://www.mediafire.com/file/vl9gaic8tzlijze/ROHOSYOMOY+COLLOSUS+1.pdf

POST NO.-5 ফ্যান্টমঃছায়ামানব

এবার থাকছে ফ্যান্টমের নতুন অভিযান এক পাগল ছদ্মবেশীর বিরুদ্ধে।  লাইক দিতে আর কমেন্ট করতে ভুলবেন না।
 
                                                     
নীচের Link থেকে ডাউনলোড করুন-
http://www.mediafire.com/file/f6a0a23lfcqj2w8/PHANTOM+CHAYAMANOB.pdf

POST NO.-4 কোনান দ্য বারবারিয়ান-নেরগালের থাবা

আজ নিয়ে এলাম 'কোনান দ্য বারবারিয়ান'এর একটি অ্যাকশন ধর্মী কমিক্স।কোনানকে চেনেন না এমন কমিক্স প্রেমী মানুষ কমই আছেন।১৯৭০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে  'Marvel Comics'' এর 'Sword and Sorcery'  সংখ্যায় [নীচের প্রথম ছবি]আত্মপ্রকাশ ঘটল তরবারী ধারী পেশীবহুল এই savage চরিত্রটির।স্রষ্টা ছিলেন রবার্ট এরভিন হাওয়ার্ড।১৯৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত  কোনানের মোট ২৭৫ টি সংখ্যা প্রকাশিত হয়েছে(সূত্র-Wikipedia)।
হলিঊডে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র।যাদের সফলতা নতুন করে বলার অবকাশ রাখে না।
  "THE HAND OF NEGAL" বা 'নেরগালের থাবা' কাহিনিটি ছিল হাওয়ার্ডের মৌলিক ছোটো গল্পের মধ্যে একটি।১৯৩০ খ্রিষ্টাব্দে কমিক্সটি ছাপা হলেও হাওয়ার্ড নিজের জীবদ্দশায় সেটা দেখে যেতে পারেননি।হাওয়ার্ড মারা যাওয়ার পরে সম্পূর্ণভাবে এটি প্রকাশ করেন লীন কার্টার।নীচে Original Cover টা দিলাম।

                         এবার নীচের Link থেকে ডাউনলোড করুন বাংলায় অনুদিত কমিক্সটি।

                                       http://www.mediafire.com/file/rymfa6ra9tjq24p/CONAN+THE+BARBARIAN+Nergaaler+Thaabaa.pdf
আশা করি আপনাদের ভালো লাগবে।ধন্যবাদ।

POST NO.-3 বেতালের ইন্দ্রজাল কমিক্স "রহস্যময় ঝুমঝুমি"

এবার থাকছে আরও একটি ইন্দ্রজাল কমিক্স,শুধুমাত্র আপনাদের জন্যেই।এই কমিক্সটিও এর আগে বাংলা ভাষায় আর কোথাও প্রকাশিত হয়নি।শুধুমাত্র আমার Facebook এর "COMICওনুবাদ" পেজটি ছাড়া।ডাউনলোড করে পড়ুন।আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। 
http://www.mediafire.com/file/2aj20z2or6i1zgq/Rahasyamoy+Jhumjhumi.pdf




POST NO.-2 ইন্দ্রজাল কমিক্স নং ১৬ (ইংরাজী) "THE DIAMOND CUP" সম্পূর্ণ বাংলা ভাষায় "হিরের পেয়ালা"

ইন্দ্রজাল কমিক্স পছন্দ করেন না, এমন কমিক্স প্রেমী মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।এটা শুধু রঙ্গীন ছবির বই এর সিরিজ নয় ,এটা এক নষ্টালজিয়া।আজও সেই হলুদ পাতার সোঁদা গন্ধ আমাদের কাছে তৈরী করে এক মায়াময় স্মৃতির পরিবেশ।তো আসুন বন্ধুরা ,আবার একবার ডুব দেওয়া যাক অ্যাডভেঞ্চারের নেশায়।আর সেটা বেতালের হলে তো আর কথাই নেই।তার সাথে যদি থাকে হালকা ইতিহাসের ছোঁয়া?ব্যাপারটা জমে ক্ষীর হবে।

প্রসঙ্গত উল্লেখ্য,এই সংখ্যাটি এর আগে (আমার ফেসবুক ''comicওনুবাদ''পেজ ছাড়া )আর কোথাও বাংলায় প্রকাশিত হয়নি।
ডাউনলোড করুন-http://www.mediafire.com/file/6ajhkaxokiqqw6z/HIRER+PEYALA+INDRAJAL+COMICS+NO+16.pdf

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

POST NO.-01 ব্যাটম্যান প্রথম সংখ্যা ১৯৩৯


আজ ১৫ই অগষ্ট।৭০তম স্বাধীনতা দিবস।আমাদের কাছে খুব খুশির একটা দিন।আমাদের দেশ স্বাধীন ভাবে আত্মপ্রকাশ করেছিল বিশ্বের দরবারে। আজ আমারও খুশির দিন।আমার একটা স্বপ্নপূরণ ঘটল।আজ আমার ব্লগও স্বাধীন ভাবে পথ চলা শুরু করল। আর আত্মপ্রকাশের কথাই যখন উঠল,তখন ব্যাট্ম্যানই বা বাদ যায় কেন? ১৯৩৯ সালে প্রথম আত্মপ্রকাশ ঘটে আমাদের সবার প্রিয় এই চরিত্রটির।আজ সর্বপ্রথম পোষ্টে থাকল সেই কমিক্সটি।আপ নারা আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন এটাই আমার একমাত্র কামনা।
ডাউনলোড করুন-   
http://www.mediafire.com/file/yb5qo603l2l17hp/BATMAN+1ST+ISSUE+IN+BANGLA.pdf