POST NO.-01 ব্যাটম্যান প্রথম সংখ্যা ১৯৩৯
আজ ১৫ই অগষ্ট।৭০তম স্বাধীনতা দিবস।আমাদের কাছে খুব খুশির একটা দিন।আমাদের দেশ স্বাধীন ভাবে আত্মপ্রকাশ করেছিল বিশ্বের দরবারে। আজ আমারও খুশির দিন।আমার একটা স্বপ্নপূরণ ঘটল।আজ আমার ব্লগও স্বাধীন ভাবে পথ চলা শুরু করল। আর আত্মপ্রকাশের কথাই যখন উঠল,তখন ব্যাট্ম্যানই বা বাদ যায় কেন? ১৯৩৯ সালে প্রথম আত্মপ্রকাশ ঘটে আমাদের সবার প্রিয় এই চরিত্রটির।আজ সর্বপ্রথম পোষ্টে থাকল সেই কমিক্সটি।আপ নারা আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন এটাই আমার একমাত্র কামনা।
ডাউনলোড করুন-
http://www.mediafire.com/file/yb5qo603l2l17hp/BATMAN+1ST+ISSUE+IN+BANGLA.pdf
Good job.. Kintu blog ta je ro sajate hobe.. Kono header nei keno?
উত্তরমুছুনThanxs bro..
উত্তরমুছুন