বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

POST NO.-4 কোনান দ্য বারবারিয়ান-নেরগালের থাবা

আজ নিয়ে এলাম 'কোনান দ্য বারবারিয়ান'এর একটি অ্যাকশন ধর্মী কমিক্স।কোনানকে চেনেন না এমন কমিক্স প্রেমী মানুষ কমই আছেন।১৯৭০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে  'Marvel Comics'' এর 'Sword and Sorcery'  সংখ্যায় [নীচের প্রথম ছবি]আত্মপ্রকাশ ঘটল তরবারী ধারী পেশীবহুল এই savage চরিত্রটির।স্রষ্টা ছিলেন রবার্ট এরভিন হাওয়ার্ড।১৯৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত  কোনানের মোট ২৭৫ টি সংখ্যা প্রকাশিত হয়েছে(সূত্র-Wikipedia)।
হলিঊডে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র।যাদের সফলতা নতুন করে বলার অবকাশ রাখে না।
  "THE HAND OF NEGAL" বা 'নেরগালের থাবা' কাহিনিটি ছিল হাওয়ার্ডের মৌলিক ছোটো গল্পের মধ্যে একটি।১৯৩০ খ্রিষ্টাব্দে কমিক্সটি ছাপা হলেও হাওয়ার্ড নিজের জীবদ্দশায় সেটা দেখে যেতে পারেননি।হাওয়ার্ড মারা যাওয়ার পরে সম্পূর্ণভাবে এটি প্রকাশ করেন লীন কার্টার।নীচে Original Cover টা দিলাম।

                         এবার নীচের Link থেকে ডাউনলোড করুন বাংলায় অনুদিত কমিক্সটি।

                                       http://www.mediafire.com/file/rymfa6ra9tjq24p/CONAN+THE+BARBARIAN+Nergaaler+Thaabaa.pdf
আশা করি আপনাদের ভালো লাগবে।ধন্যবাদ।

২টি মন্তব্য: