২০০০ সাল নাগাদ গথাম কমিক্সের সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান এবং টারজান এর চারটি করে কমিক্স প্রকাশিত হয়। কমিক্সগুলি খারাপ না হলেও অনুবাদের মান ছিল যথেষ্ট খারাপ। তাই মাত্র চারটি সংখ্যা প্রকাশিত হয়। এছাড়াও বড় আকারে সুপারম্যান ও ব্যাটম্যানের কিছু সংখ্যা প্রকাশিত হয়।
এই কমিক্সে টারজানের সঙ্গে এক বিশালাকার দানবের লড়াই হয়। টারজান হয়তো পেরে উঠত না তার সঙ্গে, যদি না সেই দানবের মধ্যে "মানবিকতার" কিছু লেশমাত্র থাকত।
পড়ুন টারজান গথাম সংখ্যা ১: মৃত্যু আমার ভাই
আশা করি গল্পটি সবার ভালো লাগবে।