বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

POST NO.7 রহস্যময় কলোসাস দ্বিতীয় পর্ব-" লুপ্ত নগরীর গুপ্তধন"

আজকে নিয়ে এলাম  ফ্যান্টমের "রহস্যময় কলোসাস "গল্পটির দ্বিতীয় তথা শেষ পর্ব। ফ্যান্টম আর মেলিন্ডা কী  সমাধান করতে পারল মাটির মানচিত্রের আসল রহস্য ? নাকি গুস্তাভ মহম্মদ বাজী জিতে গেল ? সত্যিই কী আছে কার্থেজের হারানো নগরী,আর তার মূল্যবান ধনসম্পদ? সব  প্রশ্নের উত্তর আছে এই সংখ্যায়।আর কাহিনির শেষ পাতায় থাকছে আপনাদের জন্যে একটা চমক।সেটা কী?নাহ!আমি বলব না।নীচের Link থেকে চটপট ডাউনলোড করে,পড়ে ফেলুন কাহিনির ক্লাইম্যাক্সটি। আর দেখে নিন কী সেই চমক। কিন্তু আমার একটাই চাওয়া,সেটা হলো লাইক দিতে আর কমেন্ট করতে  দয়া করে কার্পণ্য করবেন না।



http://www.mediafire.com/file/3jc1wgeah9z413o/ROHOSYOMOY+COLLOSUS+2.cbr.zip
আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থকতা লাভ করবে।

৪টি মন্তব্য:

  1. পার্থ, এই সংখ্যাটা cbz পেয়ে ভাল লাগলো। কিন্ত আগের সংখ্যাটাও cbz করে দিলে ভাল হত। আরেকটা কথা, বাংলায় বেতাল নামটাই ভাল ছিল না ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বেতাল নামটা ইন্দ্রজালেই ভালো লাগে।লি- ফক কে সম্মান জানানোর জন্যেই "ফ্যান্টম" নামটাই রাখলাম।

      মুছুন