PHANTOM লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
PHANTOM লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

POST NO. 23 ফ্যান্টম- ডেভিলের পূর্বপুরুষের গল্প- "নেকড়ের কান্না"

বন্ধুরা,কেমন আছেন সবাই?আশা করি ভালোই আছেন।আজ আন্তর্জাতিক মহান ভাষা দিবস।তবে, আন্তর্জাতিকতার তকমা দিলেও এই দিনটা ইতিহাসে কিন্তু শুধুমাত্র বাঙ্গালী জাতির গর্বের দিন।কারণ,বাংলা ভাষা নিয়ে বাংলাদেশে ঘটা এমন রক্তক্ষয়ী সংগ্রাম পৃথিবীর আর কোনো দেশে ঘটেনি।বা বলা যায় ভাষা নিয়ে এমন বিদ্রোহ,বিশ্বের আর কোনো দেশে হয়নি।শত শত ভাই/বোনেদের রক্তে রঞ্জিত আজকের এই দিন।দুঃখের বিষয় আমরা ক্রমশঃ আমাদের মাতৃভাষাকে ভুলে যাচ্ছি।তার জায়গায় গ্রহণ করে নিচ্ছি বৈদেশিক ভাষা।কিন্তু আমি আমার মায়ের ভাষাকে কী ভাবে ভুলি ? আমি একজন অনুবাদক।বাংলা ভাষায় কমিক্স অনুবাদ করি।যাতে আপনারা বাংলা ভাষায় বিদেশী কমিক্স পড়তে পারেন।এটা আমার দায়িত্ব।এটা আমাদের দায়িত্ব-যে,আমরা যতই আমাদের কর্মসূত্রের কারণে বৈদেশিক ভাষাকে গ্রহণ করি না কেন,নিজের মাটির ভাষা নিজের বাংলা ভাষাকে না ভুলি। 

আজ এই শুভদিনে আপনাদের জন্যে নিয়ে এলাম Wolf Publishing(সম্পাদকীয় কার্য্যালয় লন্ডনের বার্নিংহাম শহর) থেকে প্রকাশিত একটি ফ্যান্টম কমিক্স, সম্পূর্ণ বাংলা ভাষায়। এর আগে একই প্রকাশনীর "কোলোসাস" গল্পটি ব্লগে দিয়েছিলাম।
Wolf  Publishing সংস্থা ১৯৯২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ফ্যান্টমের মাত্র  ৯ টি সংখ্যা প্রকাশ করে। তারপরে বাণিজ্যিক প্রতিকূলতার কারণে তা বন্ধ হয়ে যায়। ফ্যান্টমের এই কাহিনি গুলি কিন্তু লি-ফকের নয়, বরং প্রতি সংখ্যার জন্যে গল্পগুলি লিখেছিলেন আলাদা আলাদা লেখক, চিত্রাঙ্কণও আলাদা আলাদা শিল্পীর। 
আজকের কমিক্সটি wolf issue#6 The Winter Of the Wolf”( Fantomen Nr.15 1992)-এর বঙ্গানুবাদ। এছাড়াও গল্পটি Frew issue 1032 তে প্রকাশিত হয় Wolf এর বইটির প্রচ্ছদ শিল্পী - মাইক কলিন্স, গল্প- সাভার আরনেস; কমিক্স শিল্পী- সিজার স্পাডারি।

প্রতিমাসে বেরোনো এই সংখ্যাগুলি ছিল ৩৬ পাতার আর পুরোটাই রঙ্গীন।এই উদ্যোগের পেছনে থাকা কলাকুশলীরা নিজেদের পরিচয় দিতেন “Team Fantomen” নামে।
  
 ডেভিলের পূর্বপুরুষের গল্প- "নেকড়ের কান্না"
                           


নীচের link থেকে ডাউনলোড করুন

আমার এক ক্ষুদ্র প্রচেষ্টা



কেমন লাগলো অবশ্যই জানাবেন। 

মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

SPECIAL POST ওয়াকারের টেবিল

বন্ধুরা,আজকের এই পোষ্টটা কিন্তু একটু অন্যরকমের।অবাক হলেন ? আজ্ঞে হ্যাঁ মশাই,আজকের পোষ্টে কোনও কমিক্স নেই।না না শিরোনামটা একটু মজা করেই রেখেছি।কিছু কমিক্স প্রেমী মানুষ আর আমার নিজের তাগিদ থেকেই একটা কাজ করেছি।সেটা কী ? সেটা জানতে নীচের Link থেকে File টা ডাউনলোড করেই নিন।
(ওপরের ছবিটা প্রতীকি। এটি ফ্যান্টম ডায়মণ্ড কমিক্স ডাইজেষ্ট # ১৬ র প্রচ্ছদের ছবি।এই বইটা আমি খুঁজছি।কেউ যদি আমাকে বইটি বিক্রয় করেন বাধিত থাকব।)

Download Link  http://www.mediafire.com/file/d9691s23jldz6i2/WALKER+ER+TABLE.pdf

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

POST NO.7 রহস্যময় কলোসাস দ্বিতীয় পর্ব-" লুপ্ত নগরীর গুপ্তধন"

আজকে নিয়ে এলাম  ফ্যান্টমের "রহস্যময় কলোসাস "গল্পটির দ্বিতীয় তথা শেষ পর্ব। ফ্যান্টম আর মেলিন্ডা কী  সমাধান করতে পারল মাটির মানচিত্রের আসল রহস্য ? নাকি গুস্তাভ মহম্মদ বাজী জিতে গেল ? সত্যিই কী আছে কার্থেজের হারানো নগরী,আর তার মূল্যবান ধনসম্পদ? সব  প্রশ্নের উত্তর আছে এই সংখ্যায়।আর কাহিনির শেষ পাতায় থাকছে আপনাদের জন্যে একটা চমক।সেটা কী?নাহ!আমি বলব না।নীচের Link থেকে চটপট ডাউনলোড করে,পড়ে ফেলুন কাহিনির ক্লাইম্যাক্সটি। আর দেখে নিন কী সেই চমক। কিন্তু আমার একটাই চাওয়া,সেটা হলো লাইক দিতে আর কমেন্ট করতে  দয়া করে কার্পণ্য করবেন না।



http://www.mediafire.com/file/3jc1wgeah9z413o/ROHOSYOMOY+COLLOSUS+2.cbr.zip
আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থকতা লাভ করবে।

বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

POST NO. 6 ফ্যান্টম রহস্যময় কলোসাস প্রথম পর্ব

ইতিহাস বিষয়টা আমার বরাবরের পছন্দের।বাবা/মা-এর মুখে ইতিহাস নির্ভর গল্প শোনাটা ছিল ছোটো বেলায় আমার মনের খোরাক।বাবা আমাকে কমিক্স পড়তে শেখানোর পরে ফ্যান্টম হয়ে ওঠে আমার স্বপ্নপুরুষ।ইদানিং আমি ফ্যান্টমের বেশ কিছু ইতিহাস নির্ভর কমিক্স পড়েছি।তার মধ্যে এবারের গল্পটি আমার বেশ ভালো লেগেছে।সেই ভালো লাগা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আমি পড়েছিলাম ইংরাজীতে।কিন্তু বাংলায় অনুবাদ করার লোভ সামলাতে না পেরে ,বাংলা ভাষায় অনুবাদ করেই আপনাদের সামনে হাজির করলাম আজ থেকে প্রায় ৩৪ বছর আগে প্রকাশিত এই কাহিনিটি।এই পোষ্টে থাকল ফ্যান্টমের সুবিশাল অ্যাডভেঞ্চারের প্রথম পর্বটি।নীচের Link থেকে ডাউনলোড করে উপভোগ করুন।লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না।
                                         ভেতরের একটি নমুনা পৃষ্ঠাও সংযোজিত করলাম
              http://www.mediafire.com/file/vl9gaic8tzlijze/ROHOSYOMOY+COLLOSUS+1.pdf

POST NO.-5 ফ্যান্টমঃছায়ামানব

এবার থাকছে ফ্যান্টমের নতুন অভিযান এক পাগল ছদ্মবেশীর বিরুদ্ধে।  লাইক দিতে আর কমেন্ট করতে ভুলবেন না।
 
                                                     
নীচের Link থেকে ডাউনলোড করুন-
http://www.mediafire.com/file/f6a0a23lfcqj2w8/PHANTOM+CHAYAMANOB.pdf

POST NO.-3 বেতালের ইন্দ্রজাল কমিক্স "রহস্যময় ঝুমঝুমি"

এবার থাকছে আরও একটি ইন্দ্রজাল কমিক্স,শুধুমাত্র আপনাদের জন্যেই।এই কমিক্সটিও এর আগে বাংলা ভাষায় আর কোথাও প্রকাশিত হয়নি।শুধুমাত্র আমার Facebook এর "COMICওনুবাদ" পেজটি ছাড়া।ডাউনলোড করে পড়ুন।আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। 
http://www.mediafire.com/file/2aj20z2or6i1zgq/Rahasyamoy+Jhumjhumi.pdf




POST NO.-2 ইন্দ্রজাল কমিক্স নং ১৬ (ইংরাজী) "THE DIAMOND CUP" সম্পূর্ণ বাংলা ভাষায় "হিরের পেয়ালা"

ইন্দ্রজাল কমিক্স পছন্দ করেন না, এমন কমিক্স প্রেমী মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।এটা শুধু রঙ্গীন ছবির বই এর সিরিজ নয় ,এটা এক নষ্টালজিয়া।আজও সেই হলুদ পাতার সোঁদা গন্ধ আমাদের কাছে তৈরী করে এক মায়াময় স্মৃতির পরিবেশ।তো আসুন বন্ধুরা ,আবার একবার ডুব দেওয়া যাক অ্যাডভেঞ্চারের নেশায়।আর সেটা বেতালের হলে তো আর কথাই নেই।তার সাথে যদি থাকে হালকা ইতিহাসের ছোঁয়া?ব্যাপারটা জমে ক্ষীর হবে।

প্রসঙ্গত উল্লেখ্য,এই সংখ্যাটি এর আগে (আমার ফেসবুক ''comicওনুবাদ''পেজ ছাড়া )আর কোথাও বাংলায় প্রকাশিত হয়নি।
ডাউনলোড করুন-http://www.mediafire.com/file/6ajhkaxokiqqw6z/HIRER+PEYALA+INDRAJAL+COMICS+NO+16.pdf