সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

POST NO. 10 "Vengeance Squad" "লড়াকু দল "

সবাইকে জানাই মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।বন্ধুরা,আমি কথা দিয়েছিলাম পুজোর আগেই নতুন কমিক্স আসবে।কিন্তু সম্প্রতী আমার মোবাইল ফোনটি চুরি যাওয়ায়,মন ভালো ছিল না। তবে সে সব কাটিয়ে উঠেছি।আর কথা দিলে কথা রাখতে হয়।একটু দেরী হয়ে গেল পোষ্টটি দিতে সেই জন্যে আমি দুঃখিত।আজ থাক ছে "Vengeance Squad" বা "লড়াকু দল"(আমার অনূদিত নাম)।Charlton Comics এর এই সিরিজটি আমার খুব পছন্দের।মোট ৬ টা issue আছে।আজ থাকছে issue #1।বিস্তারিত জানতে এই site এ যেতে পারেন -http://www.toonopedia.com/v-squad.htm  অথবা http://www.thrillingdetective.com/vengeance.html 

নীচের Link থেকে Download  করুন

http://www.mediafire.com/file/vc7bm3f6bp0aio5/LORAKU+DOL+VENGEANCE+SQUAD.pdf

1 টি মন্তব্য: