সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

POST NO.11 মঙ্গল অভিযান সিরিজ-১

                                         
নমস্কার বন্ধুরা।অনেক দিন পরে ফিরলাম ব্লগে।আশা করি আপনারা সবাই ভালো আছেন।আজকে একটু অন্য ধরণের পোষ্ট দেব।
এডগার রাইস বারোজের লেখা "মঙ্গল অভিযান সিরিজ" টি খুব দুষ্প্রাপ্য একটি সিরিজ।আন্তর্জালে ইংরাজীতে পাওয়া গেলেও বাংলায় এই সিরিজটি পাওয়া বিরল।আমি জুতোর শুকতলা ক্ষয় করে সিরিজটি জোগাড় করেছি।সিরিজে আছে মোট চারটি বই।এই চারটি বই নিয়েই রচিত হয়েছে পৃথিবীবাসী জন কার্টারের দুর্ধর্ঙ্গ মঙ্গল অভিযানের বীর গাথা।আছে রক্তাক্ত যুদ্ধ।আছে পরমা সুন্দরী দেজা থোরিসের প্রতি জনের প্রেম।পৃথিবীর আরিজোনার গুহা থেকে লাল মঙ্গল গ্রহ বা "বারসুম"-এ জনের এই জার্নি আপনাদের আনন্দ দেবেই।                                                           

বারোজ "Princess Of Mars" গ্রন্থটি লেখেন ১৯১২ সালে।রথীন্দ্র সরকার সেই বইটি বাংলায় অনুবাদ করেন ১৯৯০ সালে (১৩৯৭ বঙ্গাব্দ),যা প্রকাশ করে "সাহিত্যায়ন " প্রকাশনা।
আজ থাকছে এই সিরিজের প্রথম বই "মঙ্গলের রাজকন্যা"।   

                                                               

original cover

       

নীচের লিঙ্ক থেকে ডাউনলোড করুনঃ
http://www.mediafire.com/file/tq8c3k0q67bh0lp/MONGOLER+RAJKONYA+%28MONGOL+OBHIJAAN+SERIES+-1%29Partho.pdf

৯টি মন্তব্য:

  1. পার্থ পাঠা ভাই লিংক ।
    priyabrata.ray@gmail.com

    উত্তরমুছুন
  2. অনেক অনেক অপেক্ষার পর..অধীরভাবে বাকিগুলির প্রতীক্ষায়।

    উত্তরমুছুন
  3. ধন্যবাদ আপনাকে আমার ছেলেবেলা ফিরিয়ে দেওয়ার জন্য ।
    বাকিগুলোর লিঙ্ক যদি আমার ই-মেলে পাঠালে অত্যন্ত খুশি হব ।
    bikramjit.modak.01@gmail.com

    উত্তরমুছুন
  4. এই বার্সুম সিরিজের সবকটিই কি অনুবাদ হয়েছিল? সবকটা পেলে ভালো হয়। যদিও ইংরিজিতে পড়াই যায়। কিন্তু একটু পুরানো দিনের বলে অসুবিধে হয়

    উত্তরমুছুন
  5. কত খুঁজেছি বইগুলো। অনেক অনেক ধন্যবাদ। বাকিগুলো কোথায় পাব?

    উত্তরমুছুন