বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

POST NO.12 মঙ্গল অভিযান সিরিজ -২

বন্ধুরা,আবার হাজির হলাম মঙ্গল অভিযান সিরিজ নিয়ে।এবারে থাকছে এই সিরিজের দ্বিতীয় পর্ব " মঙ্গলের অপদেবতা" বইটি।আশা করি এর আগের পর্ব অর্থাৎ "মঙ্গলের রাজকন্যা" আপনাদের ভালো লেগেছে।এই দ্বিতীয় পর্বে বর্ণিত হয়েছে জন কার্টারের দ্বিতীয়বার মঙ্গল অভিযানের অ্যাকশ প্যাকড কাহিনি।পাতায় পাতায় জনের বীরত্বের গাথা পড়ে আপনারা আবার রোমাঞ্চিত হবেন কথা দিলাম।
বাংলা অনুবাদের প্রচ্ছদ।শিল্পী-আশীষ সেনগুপ্ত


এডগার রাইস বারোজ 'বারসুম' সিরিজের এই দ্বিতীয় ইংরাজী উপন্যাসটি(নাম দিয়েছিলেন John Carter of Mars) লেখা শুরু করেন ১৯১৩ সালের জানুয়ারী মাসে।এই কাহিনিটি পাঁচটি পর্বে প্রকাশিত হয়েছিল,ঐ বছরের জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত।পরে অর্থাৎ ১৯১৮ সালে 'গ্রিগস অ্যান্ড বুকস' (Tarzan of the Apes এঁরাই প্রকাশ করতেন)-এর সম্পাদক আলেকজান্ডার সি.ম্যাকক্লার্গ নিজ চেষ্টার এই পাঁচটি পর্ব একত্রিত করে "The God of Mars" নামে বইটি প্রকাশ করেন।বইটির প্রচ্ছদ শিল্পী ছিলেন ফ্র্যাঙ্ক ই.শুনোভার।সেই মূল বইটিই বাংলায় অনুবাদ করেন শ্রী রথীন্দ্র সরকার ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে,আর প্রকাশিত হয় "সাহিত্যায়ন" থেকে।   
মূল প্রচ্ছদ 
তাহলে আসুন লাল গ্রহ মঙ্গল বা "বারসুম" এ আমাদের অভিযান শুরু করা যাক,জন কার্টারের হাত ধরে......

৩টি মন্তব্য: