নমস্কার বন্ধুরা।অনেক দিন পরে ফিরলাম ব্লগে।আশা করি আপনারা সবাই ভালো আছেন।আজকে একটু অন্য ধরণের পোষ্ট দেব।
এডগার রাইস বারোজের লেখা "মঙ্গল অভিযান সিরিজ" টি খুব দুষ্প্রাপ্য একটি সিরিজ।আন্তর্জালে ইংরাজীতে পাওয়া গেলেও বাংলায় এই সিরিজটি পাওয়া বিরল।আমি জুতোর শুকতলা ক্ষয় করে সিরিজটি জোগাড় করেছি।সিরিজে আছে মোট চারটি বই।এই চারটি বই নিয়েই রচিত হয়েছে পৃথিবীবাসী জন কার্টারের দুর্ধর্ঙ্গ মঙ্গল অভিযানের বীর গাথা।আছে রক্তাক্ত যুদ্ধ।আছে পরমা সুন্দরী দেজা থোরিসের প্রতি জনের প্রেম।পৃথিবীর আরিজোনার গুহা থেকে লাল মঙ্গল গ্রহ বা "বারসুম"-এ জনের এই জার্নি আপনাদের আনন্দ দেবেই।
বারোজ "Princess Of Mars" গ্রন্থটি লেখেন ১৯১২ সালে।রথীন্দ্র সরকার সেই বইটি বাংলায় অনুবাদ করেন ১৯৯০ সালে (১৩৯৭ বঙ্গাব্দ),যা প্রকাশ করে "সাহিত্যায়ন " প্রকাশনা।
আজ থাকছে এই সিরিজের প্রথম বই "মঙ্গলের রাজকন্যা"।
original cover |
নীচের লিঙ্ক থেকে ডাউনলোড করুনঃ
http://www.mediafire.com/file/tq8c3k0q67bh0lp/MONGOLER+RAJKONYA+%28MONGOL+OBHIJAAN+SERIES+-1%29Partho.pdf
Welcome back.. Aranyadeb er mrityu nei..
উত্তরমুছুনআমি আছি ভাই Q এ.... Rustammukherjee@gmail.com
উত্তরমুছুনপার্থ পাঠা ভাই লিংক ।
উত্তরমুছুনpriyabrata.ray@gmail.com
লিঙ্ক দাও ভাই। subhajit819@gmail.com
উত্তরমুছুনLinkta din bhai. dharsubhajit4@gmail.com
উত্তরমুছুনঅনেক অনেক অপেক্ষার পর..অধীরভাবে বাকিগুলির প্রতীক্ষায়।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে আমার ছেলেবেলা ফিরিয়ে দেওয়ার জন্য ।
উত্তরমুছুনবাকিগুলোর লিঙ্ক যদি আমার ই-মেলে পাঠালে অত্যন্ত খুশি হব ।
bikramjit.modak.01@gmail.com
এই বার্সুম সিরিজের সবকটিই কি অনুবাদ হয়েছিল? সবকটা পেলে ভালো হয়। যদিও ইংরিজিতে পড়াই যায়। কিন্তু একটু পুরানো দিনের বলে অসুবিধে হয়
উত্তরমুছুনকত খুঁজেছি বইগুলো। অনেক অনেক ধন্যবাদ। বাকিগুলো কোথায় পাব?
উত্তরমুছুন