বন্ধুরা,আমি আবার হাজির হয়ে গেলাম 'মঙ্গল অভিযান সিরিজ' নিয়ে।আশা করি,এই সিরিজের আগের দুটি পর্ব 'মঙ্গলের রাজকন্যা ' আর 'মঙ্গলের অপদেবতা' আপনাদের ভালো লেগেছে। এবার নিয়ে এলাম এই সিরিজের তৃতীয় পর্ব অর্থাৎ "মঙ্গলের রণনায়ক"। এই পর্বে এডগার রাইস আমাদের পরিচয় করিয়েছেন জন কার্টার-এর পুত্র কার্থোরিস-এর সঙ্গে।এ'ছাড়া আছে মঙ্গলের লাল রুক্ষ প্রান্তর।আছে আট-পা ওয়ালা সিংহ 'বান্থ'।আছে রক্তস্নাত যুদ্ধ।বন্ধুত্ব,হিংসা,প্রতারণার অণুপম বর্ণনা।
|
বাংলা অনুবাদের প্রচ্ছদ।শিল্পী-মদন সরকার |
একটা ব্যাপার না বললে পাপ হবে।সেটা হলো,এই বইটা আমি ১৭ বছর(২০০০-২০১৭) ধরে খুঁজেছি!হ্যাঁ,১৭ বছর!কলেজ ষ্ট্রিট থেকে শুরু করে কলকাতার নানা জায়গার পুরোনো বই-এর দোকান ঘুরেছি।পাইনি এই বইটা।সে এক ইতিহাস।কোথায় কোথায় না ঘুরিনি বইটার জন্যে।এই পুরো সিরিজটাই দুষ্প্রাপ্য।কারণ বইগুলি ১৯৯৫ এর পরে আর প্রিন্ট হয়নি। আমি ১৯৯৮ সালের বই মেলায় ভাগ্যক্রমে আচমকাই পেয়ে যাই সিরিজটা।কিন্তু সেখানে ১,২,৪ থাকলেও ৩ নং বইটা ছিল না।সেই থেকে শুরু আমার অণুসন্ধান।তো, কোনো দিকে না পেয়ে যখন হাল ছেড়ে দিতে যাচ্ছি,এমন সময় ফেসবুকের একজন আমাকে বললেন যে বইটি তাঁর কাছে আছে।তিনি-
শ্রী চিরদীপ অধিকারী মহাশয়।পেশায় শিক্ষক।থাকেন জলপাইগুড়িতে।আমার পুরো কাহিনি শুনে,সেখান থেকে তিনি আমার জন্যে কুরিয়ারে বইটা পাঠান খুব সুন্দর করে,জেরক্স করে।ফলে আমার এই সিরিজের পুরো সেটটা সম্পূর্ণ হয়।দাদার এই অবদান আমি কোনো দিন ভুলতে পারবো না।প্রসঙ্গত: বলি, বইটার এই রঙ্গীন প্রচ্ছদ সেই দাদার-ই দেওয়া।উনি পরে এটা আমাকে পাঠিয়েছিলেন। দাদার কাছে আমি কৃতজ্ঞ।
এ'তো গেল আমার কথা।এবার আসি বইটার কথায়।বারোজ,'বারসুম' সিরিজের এই তৃতীয় উপন্যাসটি লেখা শুর করেন ১৯১৩ সালের জুন মাসে।
Yellow Men of Barsoom, The Fighting Prince of Mars, Across Savage Mars, The Prince of Helium, আর The War Lord of Mars-এই পাঁচটি কাহিনি নিয়ে রচিত হয়েছিল এই উপন্যাস।পরে ১৯১৯ সালে এই পর্বগুলি একত্রিত করে একটি অখন্ড সংস্করণ প্রকাশিত হয় "The Worlord Of Mars" নামে।
|
মূল প্রচ্ছদ |
১৯৯০ সালে (১৪০০ বঙ্গাব্দ,অগ্রহায়ণ) শ্রী রথীন্দ্র সরকার সেই বইটির বাংলা অনুবাদ করেন।প্রকাশিত হয়"সাহিত্যায়ন " থেকে।নীচে শ্রী রথীন্দ্র সকারের কিছু অনুবাদকৃত ও মৌলিক বই এর একটা তালিকা দিলাম।আমি এঁনার সম্পর্কে কিছুই জানি না।"সাহিত্যায়ন" পাবলিসার্স ও আর নেই।তাই এই লেখক সম্পর্কে তথ্য আমি যোগাড় করতে পারিনি।তবে উনি গত হয়েছেন সেটা শুনেছি।আপনারা এই তালিকা দেখে যদি কোনো ভাবে ওঁনার সম্পর্কে তথ্য দিতে পারেন,তাহলে ভালো হয়।
এ'ছাড়া তিনি সম্পাদনা করেছিলেন
"ও'হেনরির শ্রেষ্ঠ গল্প সংকলন"বইটি।
"পৃথিবীর পাঠশালায়" বইটি বর্তমানে amazon.com এ উপলব্ধ।
আসুন,এবার জন কার্টারের হাত ধরে ঘুরে আসা যাক 'বারসুম'এর লাল প্রদেশ থেকে...
নীচের Link থেকে ডাউনলোড করুন-----
http://www.mediafire.com/file/439lqlm1pmfm4t1/MONGOLER+RONONAYOK%28MONGOL+OBHIJAAN-3%29.pdfন-
Bah! Khub sundor informative post..thank u
উত্তরমুছুনShonyobad Mr.Walker...sathe thakun.
উত্তরমুছুনdada 4th part ta upload korun please
উত্তরমুছুনSeries gula ki akhon paoa jabe
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ভাই , এই সিরিজ টা আমার ছেলেবেলার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে , তোমার মাধ্যমেই সবকটা আবার ফেরত পেলাম ।
উত্তরমুছুনএকাধিক চেষ্টার পরেও শুধু এই তৃতীয় বইটি ডাউনলোড হচ্ছে না ভাই। সাহায্য করবেন? বাকি ৩টি হয়ে গেছে।
উত্তরমুছুন