বুধবার, ৬ মার্চ, ২০১৯

POST NO.26 এইচ.।পি. লাভক্রাফট-এর "দ্য উইন্ডো

বন্ধুরা,আজকে আপলোড করলাম এইচ .পি লাভক্রাফট-এর লেখা একটি কবিতা!
আরে না না,ঘাবড়াবেন না।আজকে থাকছে একটি কমিক্স।আসলে এই কমিক্সটি লাভক্রাফট-এর একটি কবিতা থেকে করা হয়েছে।। কবিতার নাম "দ্য উইন্ডো"
কবিতাটি তিনি লেখেন অনেক ছোট বেলায়।যখন তিনি তাঁর ঠাকুর্দার সাথে থাকতেন।ছোট থেকেই লাভক্র্যাফট-এর অতিপ্রাকৃত ও আঁধারে ঘেরা রহস্য নিয়ে খুব উৎসাহ ছিল।এই কবিটাটি তার প্রমাণ।

কবিতাটির কমিক রূপায়ন করেছেন রিচার্ড করবিন।আর বাংলা অনুবাদ করেছেন আমার ভাতৃপ্রতিম  বন্ধু লুৎফুল কাইজার।

                                             প্রচ্ছদটি বানালাম
লাভক্রাফট-এর লেখা মূল কবিতাটি

   এখান থেকে ডাউনলোড করুন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন