শুক্রবার, ১ মার্চ, ২০১৯

POST NO.25 ফ্ল্যাশ গর্ডন মঙ্গোতে মহারণ -১

বন্ধুরা, আজ নিয়ে এলাম ফ্ল্যাশ গর্ডন-এর এই কমিক্সটি।দুই পর্বে বিভক্ত কাহিনিটির,আজ থাকলো প্রথম পর্ব।


ফ্ল্যাশ গর্ডন নিয়ে নতুন করে আপনাদের কাউকেই আর কিছু বলার নেই।ইন্দ্রজাল কমিক্স বা সংবাদ পত্রের ষ্ট্রিপ্স-এর দৌলতে,এই মহাজাগতিক নায়ককে আমরা সবাই চিনি।। ১৯৭৪ সালের৭ই জানুয়ারী কমিক্সের দুনিয়ায় সর্বপ্রথম আত্মপ্রকাশ করে এই নায়ক। যাকে ভেবেছিলেন ও সার্থক রূপ দিয়েছিলেন আলেকজান্ডার গিলেসপী রেমন্ড [অ্যালেক্স রেমন্ড] (২'রা অক্টোবর ১৯০৯-৬ই সেপ্টেম্বর ১৯৫৬) স্বয়ং।

অ্যালেক্স রেমন্ড
পৃথিবীবাসী ফ্ল্যাশ,তার বান্ধবী ডেল আর্ডেন আর বন্ধু ডক্টর জারকভের সাথে কেন আর কী ভাবে লাল গ্রহ মোঙ্গোতে গেছিল,সে আমরা সবাই জানি। মোঙ্গোর ক্রুর সম্রাট মিং "দ্য মার্সিলেস"-এর সাথে তাদের দ্বৈরথ আমাদের রোমাঞ্চিত করেছে বারে বারে।
আজকের এই কমিক্সটিতে থাকছে,মোঙ্গোতে রাজকুমার বারিণের দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে কী ভাবে ফ্ল্যাশ জড়িয়ে পড়লো দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে-সেই কাহিনি।
এখানে মিং-এর কন্যা রাজকুমারী আজুরাকে দেখা যাবে এক অন্য ভূমিকায়।
১৯৯৫ সালে মারভেল কমিক্স তাদের "সিলেক্ট" সিরিজে এই কাহিনিটি দুই পর্বে প্রকাশ করে।।লেখক ছিলেন আমেরিকান লেখক ও ইলাষ্ট্রেটার মার্ক শ্ল্যুজ (জন্ম ৭ই জুন,১৯৫৫) এবং ছবি এঁকেছিলেন বিখ্যাত শিল্পী আলফানসো(আল)উইলিয়ামসন।(১২ই মার্চ ,১৯৩১-১২ই জুন ২০১০)।

আল উইলিয়ামসন 





ডাউনলোড করুন মঙ্গোতে মহারণ ১ম পর্ব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন