বন্ধুরা,আজকে নিয়ে এলাম আপনাদের জন্যে,লারা ক্রফট টুম্ব রেইডার সিরিজের এই কমিক্সটি।সম্ভবত:এখনও পর্যন্ত এই সিরিজের কোনো বই বাংলায় অনূদিত হয়নি।তাই আমি চেষ্টা করলাম এই কমিক্সটিকে বাংলায় অনুবাদ করার।
কমিক্সটির যে জিনিসটা আমাকে সব থেকে বেশী আকর্ষণ করেছে,সেটা হলো-বিখ্যাত চিত্রশিল্পী জো জুসকো-এর আঁকা রিয়্যালিষ্টিক ডিটেইল ড্রয়িং।
জুসকো বরাবরই আমাদের শিহরীত করেছেন তাঁর অনবদ্য তুলির টানে।
|
শিল্পী জো জুসকো |
জুসকো,১৯৫৯ সালের ১লা সেপ্টেম্বর আমেরিকায় জন্মগ্রহণ করেন।১৯৯২ সালে তিনি মার্ভেল কমিক্স-এর সাথে যুক্ত হন।তার পর থেকেই তাঁর ভাগ্য বদলে যায়।একে একে ভ্যাম্পিরেল্লা,কোনান,বারসুম সিরিজ,টারজান সিরিজ থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকার কভারের ছবি তিনিই আঁকতেন।এখনও পুরো দমে আঁকছেন।তিনি কিছু পাল্প ম্যাগাজিনের জন্যেও ইলাষ্ট্রেশান করেছেন।তাঁর আঁকা হিরো কার্ডস গুলো আজও কমিক ফ্যানদের কালেকশানের জিনিস।তিনি টুম্ব রেইডার সিরিজের এই একটি কমিক্সকে নিজের চিত্রশৈলীতে সাজিয়েছিলেন,২০০০ সালে।
নীচে,জুসকোর সৃষ্টির কিছু নমুনা দিলাম..........
নীচের link থেকে ডাউনলোড করুন
https://www.mediafire.com/file/dn83g31xwuhvny1/TOMB_RAIDER_%2528BENGALI%2529-Partho.pdf/file
Class act
উত্তরমুছুনThanks ভাই..
উত্তরমুছুনদারুন চালিয়ে যাও
উত্তরমুছুনবাকি scorpio গুলোর কি হবে??
khub valo laglo dada. onek onek dhonnobab. caliye jan.
উত্তরমুছুনthe books which you are posting is really very good to read. I have read most of books which you have posted, I request to you Please visit FreeHindiBook
উত্তরমুছুন& Check Our Collection too.