স্ল্যাপষ্টিক কমেডি(যাতে আছে প্রবল হাস্যরস ও হিউমার)-এর ইতিহাসে এমন কয়েক জনের নাম রয়েছে যাঁরা সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছেন।এঁনারা কয়েক প্রজন্মের পর প্রজন্ম থেকে শুরু করে আধুনিক হাস্যরসের জন্য আজও সমাদৃত।এঁদের মধ্যে অন্যতম ছিলেন ষ্ট্যান লরেল এবং অলিভার হার্ডি।
আর্থার ষ্ট্যানলী জেফারসন (ষ্ট্যান লরেল),১৮৯০ সালের ১৬ই জুন ল্যাঙ্কশায়ারের আলভাসটনে জন্ম গ্রহণ করেন।তিনি একাধারে যেমন ছিলেন কৌতূকাভিনেতা অন্য দিকে ছিলেন লেখক এবং চলচ্চিত্র নির্মাতা।তিনি “ফ্রেড কার্নোস আর্মি” নামক নাট্য দলে কাজ করতেন।যেখানে তিনি চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করতেন।লরেল নিজের ফিল্ম ক্যারিয়ার শুরু করেন ১৯১৭ সালে।১৯৫৮ সাল পর্যন্ত তিনি তাঁর ‘ননসেন্সিক্যাল’ কমেডির মাধ্যমে সারা দুনিয়াকে হাসিয়ে গেছেন।১৯৬১ সালে তাঁকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরষ্কারে সম্মাণিত করা হয়।প্রসঙ্গতঃ উল্ল্যেখ্য তিনি এক প্রবাদ প্রতীম অভিনেতা অলিভার হার্ডির সাথে জুটি বাঁধেন তাঁদের এক সাথে প্রথম ছবি ছিল “দ্য লাকি ডগ”(১৯২১)।২৩শে ফেব্রুয়ারী ১৯৬৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান লরেল!
অলিভার নরভেল হার্ডি,১৮ই জানুয়ারী ১৮৯২ সালে জর্জিয়ার হারলেম শহরে জন্ম গ্রহণ করেন।তিনি ছিলেন একজন নামজাদা আমেরিকান কৌতূকাভিনেতা।১৯২১
থেকে ১৯৬৫ পর্যন্ত তিনি কিছু নির্বাক ছবিতে কাজ করেন।অলিভার মোট ১০৭ টি ছবিতে,লরেলের
সাথে জুটি বেঁধে ছিলেন।এর পাশাপাশি তিনি কিছু ক্যামিও চরিত্রেও অভিনয় করতে থাকেন।১৯১৪
সালে তিনি পরিচালনা করেন “আউট উই ড্যাড”।সেই সময়ে তিনি নিজেকে “বেব হার্ডি “ বলা
পছন্দ করতেন।অত্যাধিক ধূম্রপান ও স্থূলকায় শরীরের কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হন
১৯৫৪ সালে।এর পরে টার্মিনাল ক্যানসারের ফলে তাঁর ওজন দ্রুত কমতে থাকে।১৯৫৬ থেকে
১৯৫৭ এই এক বছরে একাধিক ষ্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি কোমায় চলে যান।এবং শেষে ৭ই আগষ্ট
১৯৫৭ সালে ৬৫ বছর বয়সে সেরিব্রাল থ্রম্বোসিসে আক্রান্ত হয়ে মারা যান।লরেল সেই সময়ে
নিজেও খুব অসুস্থ ছিলেন,তাই হার্ডির শেষ কৃত্যে যেতে পারেননি।দুঃখ করে বলেছিলেন “ Babe Would Understand”। নানা দেশে এই
জুটি নানা নামে পরিচিত হলেও,আমাদের ভারতে এঁরা মারাঠী ভাষায় “Jaadya Aani Radya (जाड्या आणि रड्या) (Stout and Worrywart)”নামে পরিচিত।
নীচের link থেকে উনলোড করুন কমিক্স
http://www.mediafire.com/file/62t5c6ah46iv800/LAUREL+aar+HARDY+%28SOMUDRE+BHROMON%29.pdf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন